আজাদুর রহমান (জকিগঞ্জ প্রতিনিধি):জকিগঞ্জে ঐতিহাসিক জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়ার পরিচালনায় আয়োজিত সভায় সরকারি কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জুলাই-আগস্ট বিপ্লবে আহত ২৩ জনকে সম্মান জানিয়ে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে সম্মানি প্রদান করা হয়। একই সঙ্গে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মাহমুদুল হাসানের কুরআন তেলাওয়াত ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ধ্রুবরাজ চক্রবর্তীর গীতা পাঠ দিয়ে শুরু হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ এবং জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন।
আহতদের মধ্যে বক্তব্য রাখেন মালেক আহমদ, আনহার আহমদ, হোসাইন আহমদ, মিজানুর রহমান এবং জাফর আহমদ প্রমুখ। বক্তারা আন্দোলনে আহতদের সাহসিকতার প্রশংসা করে তাদের ত্যাগের কথা স্মরণ করেন।
আহতদের মধ্যে উপস্থিত ছিলেন রুমেল আহমদ (মুমিনপুর), রুমেল আহমদ (নোয়াগ্রাম), আব্দুল মালিক (গুটারগ্রাম), লিমন আহমদ (গদিরাশি), ইমরান হোনেন (জকিগঞ্জ), ফখরুল ইসলাম (পীরেরচক), আনহার হোসাইন (হাইল-ইসলামপুর), আনোয়ার হোসেন মিলন (নিয়াগুল), সরোয়ার আহমদ (পীরেরচক) এবং আরও অনেকে।
বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা ও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত পরিস্থিতিকে টিকিয়ে রাখার আহ্বান জানান। পাশাপাশি, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
সভা শেষে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, “জুলাই-আগস্টের বিপ্লব আমাদের গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না।