নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরছে নোবিপ্রবি

নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরছে নোবিপ্রবি

মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি:: গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের ৬৫তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই চূড়ান্তভাবে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় নেবে নোবিপ্রবি।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে রেজিস্ট্রার তামজিদ বলেন, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে একমত প্রকাশ করেছে নোবিপ্রবি। আজ শিক্ষা মন্ত্রণালয়ে গুচ্ছ পদ্ধতিতে না থাকার বিষয়ে চিঠি পাঠানো হবে।

এ বিষয়ে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, অফিশিয়াল সিদ্ধান্ত হলো আমরা গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এখন গুচ্ছ পদ্ধতিতে নেই। আসলে তাদের সিদ্ধান্ত তারা নিতেই পারে কারণ ওরা স্বায়ত্তশাসিত। সরকারের অনুমোদন পেলে আমরা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করব।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো এক প্রকার সরকারি বিশ্ববিদ্যালয়। আমরা বলতে গেলে সরাসরি সরকারের অধীনে। তাই আমরা চাইলেও অনেক কিছুই পারি না। কিছু করতে গেলে মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। তবে আমরা নোবিপ্রবির সব ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিয়েছি। একটি ডিপার্টমেন্ট ছাড়া সব ডিপার্টমেন্ট গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সম্মতি দিয়েছে। সরকারের অনুমোদন পেলে আমরা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করব।

নিজস্ব ভর্তি পদ্ধতিতে সেকেন্ড টাইম থাকবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে তখন আমরা তাদের বিষয়ে সিদ্ধান্ত নিব।

Leave a reply

Minimum length: 20 characters ::