বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে যোগাযোগের অন্যতম বাহন হিসেবে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। আর সড়কগুলোতে এসব যানবাহনে বাড়ছে কিশোর চালক, যা একই সঙ্গে জনজীবনে ঝুঁকি এবং শিশুশ্রমের আওতায় পড়ে। এতে জনজীবনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নের রাস্তায় ১২ থেকে ১৫ বছরের কিশোরদের দেখা যাচ্ছে অটোরিকশার চালকের আসনে। প্রশিক্ষণহীন ও অনুমতিবিহীন এসব চালক বেপরোয়া গতিতে সড়কে চলাচল করছে। নেই বয়সের উপযুক্ততা কিংবা আইনি বৈধতা। ফলে জননিরাপত্তার জন্য এই চিত্র দিন দিন আরো বিপজ্জনক হয়ে উঠছে।
সরজমিন দেখা গেছে,দিনাজপুর জেলার রাণীবন্দ গ্রামের মো.শাহিন (১২) প্রতিদিন অটোরিকশা নিয়ে বের হয়। যাত্রী পরিবহন থেকে শুরু করে বাজারের টুকটাক মালামাল বহন সবই করছে সে। বয়সের তুলনায় দায়িত্বের এই বোঝা সড়কে তাকে যেমন ঝুঁকির মধ্যে ফেলছে, তেমনি পথচারী ও যাত্রীদের জন্যও এটি হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিষয়টি নিয়ে বীরগঞ্জ উপজেলার শিক্ষকদের পাশাপাশি স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
পুলহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মজিবর রহমান বলেন, বীরগঞ্জ উপজেলায় অনেক কিশোর অটোরিকশা চালক রয়েছে। তাদের বয়সে হাতে থাকার কথা বই-খাতা। অথচ তারা স্টিয়ারিং ধরে জীবনের ঝুঁকি নিচ্ছে। এটা শুধু তাদের ভবিষ্যতের জন্য নয়, সবার নিরাপত্তার জন্যও ভয়ংকর।
আরেকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা শুধু শিক্ষার ব্যাঘাত ঘটাচ্ছে না বরং যাত্রী ও চালক উভয়ের জীবনকে হুমকির মুখে ফেলছে। অভিভাবকরা যদি দায়িত্বশীল হতেন, তাহলে এমন পরিস্থিতি হতো না। প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেয়া, তা নাহলে এভাবে চলতে থাকলে বড় দুর্ঘটনা হতে পারে। এ বিষয়ে সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের মতে, অল্প বয়সী চালকদের সড়ক থেকে সরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। পাশাপাশি অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করতে সচেতনতামূলক কার্যক্রম চালানো প্রয়োজন। তারা আরো বলেন, এই সমস্যা শুধু বীরগঞ্জ নয়, পুরো দেশের সড়কগুলোতে দেখা যাচ্ছে। সামান্য অবহেলাও বড় দুর্ঘটনা এবং প্রাণহানির কারণ হতে পারে। তাই প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া। পৌরশহরের আইনজীবী চাঁন মিয়া বলেন, দেশের মোটরযান আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সীদের কোনো ধরনের যানবাহন চালানোর অনুমতি নেই। কিন্তু আমাদের বীরগঞ্জ সড়কগুলোতে কিশোর চালকদের এমন দাপট দেখে আইন প্রয়োগের তেমন কোনো নমুনা পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বীরগঞ্জ থানা ওসি মো: আব্দুল গফুর বলেন,খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।