সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে বান্দরবানে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ক্রীড়ামেলা

সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে বান্দরবানে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ক্রীড়ামেলা

খাদিজা আক্তার; বান্দরবান প্রতিনিধি:সাংগু নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতার মধ্য দিয়ে আগামী ২৩ নভেম্বর বান্দরবানে শুরু হবে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা।
সোমবার (১৮ নভেম্বর) সকালে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল।

সপ্তাহব্যাপী ক্রীড়া মেলায় সর্বমোট ৯ টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে; সাঙ্গু নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, রাজার মাঠে ফুটবল, বলি খেলা, কাবাডি, তৈলাক্ত বাঁশ আরোহন, মহিলাদের এ্যাথলেটিক্স, ঈদগাহ মাঠে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ, জিমনেসিয়ামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও টেবিল টেনিস।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, বান্দরবানে ক্রীড়ার ক্ষেত্রে গর্ব করার মতো অনেক অর্জন রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল, ক্রিকেট, হকি, হ্যান্ডবল, সাঁতার, নৌকা বাইচ, বক্সিং, কারাতে ও টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এই জেলার খেলোয়াড়েরা । আরো কিছু দিকনির্দেশনা, পরামর্শ, সহযোগিতা পেলে বান্দরবানের খেলোয়াড়েরা বিশ্ব দরবারে জেলার তথা দেশের জন্যে সুনাম বয়ে আনবে।

স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও নবীন খেলোয়াড়দের খেলাধূলায় উৎসাহিতকরণ, নিয়মিত চর্চাসহ ক্রীড়ার জগতে বান্দরবান জেলাকে বিশ্ব দরবারে পরিচিত করার লক্ষ্যে সম্মিলিত ক্রীড়া পরিষদের এমন আয়োজন। ক্রীড়া মেলা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজক কমিটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি নিনিপ্রু মারমাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining