বাঙলা কলেজ প্রতিনিধি: রাজধানীর স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি বাঙলা কলেজে অধ্যায়নরত ঢাকা জেলাধীন সাভার উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাভার ছাত্রকল্যাণ পরিষদ’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক জনাব সোলায়মান আহাম্মদ সিরাজী, সহকারী অধ্যাপক জনাব কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক জনাব মাহমুদা সুলতানা, প্রভাষক জনাব মোঃ জাহিদুল হুদা এবং ছাত্র উপদেষ্টা হামিদুর রহমান সাদ্দাম, আরিফ ফারহান খান, আরিয়ান হৃদয় রুমি, আফরোজা আক্তার আভা, মাসুম বিল্লাহ এবং রাসেল দেওয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মহিব্বুল্লাহ মহিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ রনি মিয়া।
উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তামিম, ইসতিয়াক আহমেদ সোহান, শরিফুল ইসলাম, ঈশান আহমেদ, ইয়াছিন এবং ফাতেমা অনঝরা।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসিফ আলী, ফারহানা আক্তার, সাবিত তীব্র, রাজীব হৃদয় এবং আসিফ।
সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ব্যাবস্থাপনা বিভাগের শফিকুল ইসলাম শাওন।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শান্তা আক্তার, আলম মিয়া, তাহসিন এবং রাফিনকে মনোনীত করা হয়েছে।
কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মাহমুদ হাসান রিদোয়ান, উপ-দপ্তর সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক হিসেবে শান্তা আক্তার সাদিয়া, উপ-প্রচার সম্পাদক হিসেবে মিতু, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে জুলমান, উপ-অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে নিলয় মন্ডল, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে ওবায়দুল্লাহ তন্ময়, ক্রীড়া সম্পাদক হিসেবে রেজাউল ইসলাম, উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে তুহিন, পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে নাঈম খান, এ বিষয়ক উপ সম্পাদক হিসেবে তামান্না ইসলাম তন্বী, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে জান্নতি স্বর্ণা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে সুমনা, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক পদে ফারাবী, এ বিষয়ক উপ সম্পাদক পদে মমিনুল হক, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শিহাব, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পদে সামিউল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক পদে নোমান, লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদে সুমন এবং রক্তদান কর্মসূচি বিষয়ক সম্পাদক পদে তানজিম মনোনীত হয়েছেন
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আজ সোমবার (১৮ই নভেম্বর) সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ জনাব কামরুল হাসানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় কমিটির নেতৃবৃন্দ অধ্যক্ষ’র সম্মুখে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তারা ছাত্রদের পক্ষ থেকে কলেজ প্রশাসনের নিকট নিম্নোক্ত দাবীসমূহ উত্থাপন করেন;
১. অতিদ্রুত সাভার এবং ধামরাই থেকে আগত শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট রুটে কলেজ বাসের ব্যাবস্থা করা।
২. কলেজের শিক্ষার্থীদের জন্য অনতিবিলম্বে ক্যান্টন স্থাপন।
৩. দ্রুততম সময়ের মধ্যে নতুন হল চালুকরণ এবং প্রিন্সিপাল আবুল কাশেম হলের ডাইনিং চালুকরণ।
৪. কলেজের লেকের পানিদূষণ সমস্যার স্থায়ী সমাধান এবং লেককে পরিষ্কার করে দৃষ্টিনন্দনকরণ।
৫. সকল বিভাগে নিয়মিত ও মানসম্পন্ন ক্লাস নিশ্চিতকরণ।
সাভার ছাত্রকল্যাণের সভাপতি মহিব্বুল্লাহ মহিব বলেন, ‘আমাকে সভাপতি মনোনীত করার জন্য সম্মানিত শিক্ষক উপদেষ্টা এবং ছাত্র উপদেষ্টাবৃন্দকে ধন্যবাদ জানাই। সরকারি বাঙলা কলেজে অধ্যায়নরত সাভার সহ অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজকে আমরা অধ্যক্ষ মহোদয়ের সাথে কলেজ ক্যাম্পাস, ক্যান্টিন এবং পরিবহন সংক্রান্ত পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও ছাত্রদের কল্যাণে যেকোনো কাজে পাশে থাকবো।’
সাংগঠনিক সম্পাদক শাওন বলেন, ‘সাভার ছাত্রকল্যাণ পরিষদ সাভারসহ সরকারি বাঙলা কলেজে অধ্যায়নরত অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে। পরিবহন, আবাসন অথবা অন্যকোনো প্রয়োজনে সাভার ছাত্রকল্যাণ কাজ করে যাবে। আজকেও আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কলেজ বাস, ক্যান্টিন, কলেজ লেক, ছাত্রাবাস, এবং মানসম্পন্ন ক্লাস নিশ্চিতের ব্যাপারে কথা বলেছি।’