আহত ও নিহতদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়- সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

আহত ও নিহতদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়- সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
রবিউল হাসান ডব্লিউ,দশমিনা(পটুয়াখালী): জুলাই ও আগস্টে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়। নিহত শহীদ জিহাদের কবর জিয়ারতে এসে এ কথা বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
রবিবার (১৭ নভেম্বর) উপজেলা সদর ইউনিয়নের মোল্লাবাড়ির নূর আমিন মোল্লার ছোট ছেলে শহীদ জিহাদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিতে আসেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ের কালে বেশি নির্যাতিত হয় বিএনপির নেতাকর্মীরা। তাদের রাজ পথে বিভিন্ন সময় আন্দোলনে দেখা যায় এবং ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাকর্মীদের নানা ভাবে মিথ্যা মামলা হামলা ও জেল জুলুম করে হয়রানি করে। বিএনপি ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহনের বিষয় বলেন ৫ আগষ্ট পরবর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে তাদের বিচারের আওয়াতায় না আনা পর্যন্ত কোন নির্বাচন হতে পারেনা। আমরা ঐ হত্যা কারিদের বিচার নিশ্চিত করার জন্য জনগনকে নিয়ে পূনরায় যা করার করবো। ফ্যাসিস্ট সরকার পালানোর পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠ সুন্দর পরিবেশ তৈরি করা হবে।
তিনি আরো বলেন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য বারবার আমরা বলে যাচ্ছি। এটা সময়ের লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই ফাউন্ডেশন সংগঠনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে। তিনি সরকারে নীতীবাচক বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন।
এর আগে চলতি বছরের ১৯ জুলাই শুক্রবার বিকাল ৪টার দিকে কোটা বিরোধীআন্দোলন শেষে বাসায় ফেরার পথে ঢাক যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হলে সহপাঠিরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।
পরে ২০তারিখ শনিবার রাত ১০ টার দিকে তার মৃতদেহ গাড়িযোগে গ্রামের বারিতে পৌঁছালে ২১তারিখ সকাল ৬টায় নামাজের জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন জিহাদ।

Leave a reply

Minimum length: 20 characters ::