কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে সুগন্ধা পয়েন্ট থেকে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

কক্সবাজারে র‍্যাব-১৫ এর অভিযানে সুগন্ধা পয়েন্ট থেকে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
আনাছুল হক, কক্সবাজার: পর্যটন মৌসুমে কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে অপরাধে লিপ্ত ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১৫। সদর থানাধীন সুগন্ধা পয়েন্টের ঝাউবন এলাকায় এই বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব-১৫ এর দায়িত্বাধীন কক্সবাজার ও বান্দরবান জেলায় অপরাধ দমনে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে সুগন্ধা পয়েন্টে পর্যটকদের টার্গেট করা ডাকাত দলের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৪ নভেম্বর রাত ৩টায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ডাকাত চক্রের সদস্যরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় র‍্যাব ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়, তবে তাদের আরও ২/৩ জন সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি ছুরি, ২টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন, একটি হাত ঘড়ি এবং নগদ ৩,১৬৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়: ১) মোঃ ওমর ফারুক (১৯), সমিতি পাড়া, কক্সবাজার। ২) মোঃ আবুল হোসাইন (১৯), মধ্যম নুনিয়ারছড়া, কক্সবাজার। ৩) মোঃ মোবারক উল্ল্যা (২৪), খুরুশকুল, কক্সবাজার। ৪) মোঃ শাহজাহান (২২), খুরুলিয়া, কক্সবাজার।
র‍্যাব- ১৫ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::