আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমি তো এখনও শহীদ হতে পারলাম না: ড. শফিকুর রহমান

আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমি তো এখনও শহীদ হতে পারলাম না: ড. শফিকুর রহমান

মো: আরিফ (নীলফামারী):“আমার ইর্শ্বা হয়, জাতির জন্য যুদ্ধ করে আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমি তো এখনও শহীদ হতে পারলাম না। আমি যেন রক্তের চাঁদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। ন্যায় ও সত্যের পক্ষে এবং মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহর দুশমনেরা যেন আমাকে কেটে টুকরো টুকরো করে। আমার দেহের এক একটা টুকরো সমাজ থেকে সকল অন্যায়, জুলুম, নির্যাতন ও অসত্যকে অপসারণ করে ন্যায়ের ভিত্তি স্থাপন করবে” বলেছেন বাংলাদেশ জামায়াতে আমীর ড. শফিকুর রহমান।

শুক্রবার (৮ নভেম্বর) জেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলটা কেমন ছিল তা আপনারাও জানেন, মানুষের শান্তি কেড়ে নেয়া হয়েছিল, আমাদের অফিস গুলো সীলগালা করে দিয়েছিল। আমরা বাড়ীতেও শান্তিতে থাকতে পারিনি”।

আদালত যখন চাইবে, তখনই শেখ হাসিনাকে আইনের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহবানও জানান ড. শফিকুর রহমান।

তিনি বলেন, ”আমরা সেই বিচার ব্যবস্থা কায়েম করতে চাই, যেই বিচার ব্যবস্থায় সবারই ন্যায় বিচার পাওয়ার হকদার হবে। কোন অনিয়ম-দুর্নীতি থাকবেনা, কেউ অনিয়ম-দুর্নীতি বা ঘুষ নিলে সে যেই হোক তারও বিচার করা হবে”।

নীলফামারীসহ উত্তরবঙ্গের মানুষেরা অল্পতেই তৃপ্ত হন এমন বরাত দিয়ে পাশে থাকার কথা জানান আমীরে জামায়াত।

এদিকে, সম্মেলনকে ঘিরে শুক্রবার ফজর নামাজের পর থেকেই জেলার ৬ উপজেলা থেকেই সভাস্থলে দলে দলে আসতে শুরু করে জামায়াত কর্মীরা। ফলে বেলা বাড়ার সাথে সাথে পদ চারণায় পরিপুর্ণ হয়ে ওঠে নীলফামারী পৌরসভা মাঠ। দীর্ঘ ১৬ বছর পর উন্মুক্ত মাঠে এমন কলরবে সম্মেলনে করতে পেরে আল্লাহর দরবারে শুকুরিয়া জ্ঞাপন করেন দলটির কর্মীরা।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এঁর সভাপতিত্বে জামায়াতের এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতের আমীর ড. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জেলা সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়তের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। জেলা নায়েবে আমীর, ড.খায়রুল আনাম, জামায়াতের জেলা সেক্রেটারী আনতাজুল ইসলাম, জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মো. আব্দুর রশিদ প্রমুখ।

সভা শেষে জেলা জামায়াতের কার্যালয় সংলগ্ন আল-হেলাল জামে মসজিদে জুম’আর নামায আদায় করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন দেশ বরেণ্য এ আমীরে জামায়াত।

Leave a reply

Minimum length: 20 characters ::