শেখ হাসিনার গণতন্ত্রকে হত্যা করেছিলো: ব্যারিস্টার অমি

শেখ হাসিনার গণতন্ত্রকে হত্যা করেছিলো: ব্যারিস্টার অমি

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক):: ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে এদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। ছাত্র-জনতা ও নেতাকর্মীদের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। সবাই মিলে তা রক্ষা করতে হবে। স্বৈরাচারের দোসরদের আর কোনো ঠাঁই দেওয়া হবে না। স্বৈরাচারের কোনো দোসরকে আপনারা দলে ঠাঁই দিবেন না। তারা সুযোগ পেলেই দলের ক্ষতি করবে। আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। গত ১৬ বছর আমরা গনতন্ত্রের জন্য লড়াই করেছি। মানবাধিকারের জন্য লড়াই করেছি। আমরা স্বৈরাচারের প্রতিশোধ হিসেবে গণতন্ত্র ফিরিয়ে আনবো।আজ শুক্রবার বিকাল ৫টায় কেরানীগঞ্জে বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কালিন্দী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে চড়াইল খেলার মাঠে এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠিত হয়েছে।

কালিন্দী ইউনিয়নের বিএনপির সভাপতি মেহেবুব হোসেন মেহবুব এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক গতিশীলের টিম প্রধান ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী শামীম আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মো. মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী। বিএনপি নেতা শামসুল ইসলাম লিটন, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক হাজী আসাদুজ্জামান রিপন। কালিন্দী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সভাটি সঞ্চালনায় ছিলেন কালিন্দী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজু। এসময় আরো উপস্থিত ছিলেন মডেল উপজেলা বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান আংকু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম রেজা প্রমূখ।

Leave a reply

Minimum length: 20 characters ::