মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর, বাছাই লটারিতে

মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর, বাছাই লটারিতে

নিউজ ডেস্ক::: সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির আগামী শিক্ষাবর্ষের (২০২৫) ভর্তির আবেদন অনলাইনে শুরু হবে আগামী ১২ নভেম্বর থেকে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এরপর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ভর্তির ডিজিটাল লটারি।

লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বিষয়ক সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়। গত ২৩ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) সভাটি অনুষ্ঠিত হয়।

সভার তথ্য বলছে, ডিজিটাল লটারি শেষে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম। যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। আর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। আগে কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে একই প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::