ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

আনাছুল হক, কক্সবাজার::: কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির থেকে ২৪তম দফায় স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা।অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন জানিয়েছেন, সোমবার মধ্যরাতে উখিয়া থেকে রোহিঙ্গাদের বহনকারী বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। সন্ধ্যার পর থেকে ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আসতে শুরু করেছে এবং শরণার্থী কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও জানান, “২৪তম দফায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গার সংখ্যা ৫ থেকে ৬ শত হতে পারে। মধ্যরাতেই তাদের বাসে করে চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ে যাওয়া হবে এবং পরদিন সকালে জাহাজযোগে ভাসানচরে পৌঁছে দেওয়া হবে।”

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এর আগে ২৩তম দফায় গত ১৪ ফেব্রুয়ারি ১,৫২৭ রোহিঙ্গা ভাসানচরে গেছে। এর আগে মোট ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে, যা শুরু হয় ২০২০ সালের ৪ ডিসেম্বর থেকে।

২৪ ধাপে এখন পর্যন্ত ৩৬ হাজার রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করা হয়েছে বলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্রে জানা গেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::