মিলন হুসাইন (নোবিপ্রবি প্রতিনিধি)::: শিক্ষার্থীদের দাবির মুখে গত ৯ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের জরুরি সভায় সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হলেও রাজনৈতিক দলের নামে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন ছাত্রদল।
আজ সোমবার ( ২৮ অক্টোবর ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি নবীন শিক্ষার্থীদের মূল ফটকের বাইরে শুভেচ্ছা জানিয়ে ফুল, কলম, পানি, নোবিপ্রবি প্রতিষ্ঠার ইতিহাস ও ছাত্রদলের নানা তথ্য সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতিতে উদ্বুদ্ধ করেন নোবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় গেটের বাইরের অবস্থান সম্পর্কে ছাত্রদলের নেতারা বলেন, ‘ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আমরা বাইরে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন।
সরেজমিন দেখা যায়, সকাল থেকে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে ফুল ও পানি দিয়ে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের বরণ করে নেন। এ সময় দলের নেতা-কর্মীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব সাহারাজ উদ্দিন জিহান বলেন, ‘ক্যাম্পাস অভ্যন্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করায় তাদের আদেশকে মান্য এবং সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে আমরা ছাত্রদলের পক্ষ থেকে নবীনদেরকে বরণ করে নিতে ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়েছি। নতুন ক্যাম্পাস নবীনদের পদচারণায় মুখরিত হোক। দেশের ভবিষ্যত সংস্কারে এই নবীনরাই উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং এজন্য তাদের মধ্যে ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশ ঘটাতে ছাত্ররাজনীতির বিকল্প নেই। তাই তাদের প্রতি আমাদের উন্মুক্ত আহবান থাকবে যে ব্যক্তিস্বার্থ ঊর্ধ্বে রেখে তারা যেনো দেশের ও সমাজের স্বার্থে ছাত্ররাজনীতির সাথে যুক্ত হয়।’