ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজারের ইনানী সৈকতে নৌবাহিনীর জেটি ভেঙে গেছে

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজারের ইনানী সৈকতে নৌবাহিনীর জেটি ভেঙে গেছে

আনাছুল হক, কক্সবাজার:: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজারের ইনানী সৈকতে নৌবাহিনীর জেটি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে প্রবল ঢেউয়ের তোড়ে জেটিটির সঙ্গে বাঁধা একটি ছোট বার্জের ধাক্কায় এটি ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বৃহস্পতিবার সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জেটি ভেঙে যাওয়ার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।” স্থানীয়দের মতে, ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল ছিল এবং বুধবার রাত ২টা থেকে ৩টার মধ্যে পূর্ণ জোয়ারের সময় ঢেউয়ের প্রচণ্ড তোড়ে জেটির মাঝখান থেকে ভেঙে পড়ে।

স্থানীয় এক দোকানি জানান, বার্জটি জেটির সঙ্গে বাঁধা ছিল, এবং মধ্যরাত থেকে বাতাসের ধাক্কায় বড় আওয়াজ শোনা যাচ্ছিল। তবে তখন জেটি বা বার্জের কাছে কেউ ছিল না। এমনকি সকাল ১০টা পর্যন্তও জেটির আশেপাশে কাউকে দেখা যায়নি।

স্থানীয় অপর এক বাসিন্দা জানান, গত কয়েকদিন ধরে জেটিতে ছোট আকারের তিনটি নৌযান রাখা ছিল। নৌযানগুলো সরিয়ে না রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালে আন্তর্জাতিক নৌমহড়া আয়োজনের জন্য বাংলাদেশ নৌবাহিনী ইনানী সৈকতে এই জেটিটি নির্মাণ করেছিল। তবে, দীর্ঘ সৈকত দ্বিখণ্ডিত করে জেটি নির্মাণ করায় শুরু থেকেই পরিবেশবাদীরা এর বিরোধিতা করে আসছিলেন

Leave a reply

Minimum length: 20 characters ::