চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানানো হয়, জেলার ৮ উপজেলায় ৬৭ প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫হাজার ৯৪৪জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ ১১হাজার ৪৫৬জন। জিপিএ ফাইভ পেয়েছে ৯৮৫জন। পাশের হার ৭১.৮৫%।
জেলার ৮ উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ৯৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে ২ হাজার ৫৭৮জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ ২ হাজার ৪২০জন। জিপিএ ফাইভ পেয়েছে ২২৩জন। পাশের হার ৯৩.৮৭%।
এছাড়া জেলার ৮ উপজেলায় এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১১টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে ৯৮৫জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৩৮জন। জিপিএ ফাইভ পেয়েছে ৫৪জন। পাশের হার ৯৫.২৩%।
এদিকে জেলার মতলব দক্ষিণ উপজেলায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ড.এম শামছুল হক মডেল কলেজের মানবিক শাখার ৮ জন এবং বিজ্ঞান শাখার ২জনসহ ১০ জন অংশ নিয়ে কেউ পাশ করতে পারেনি।