এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় হেনরী ও লাবুকে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সিরাজগঞ্জ শহরে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন জেলা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদল কর্মী মো. সুমন ও যুবদলের কর্মী আব্দুল লতিফ। এ ঘটনায় গত ২২ আগস্ট নিহতদের পরিবারের পক্ষ থেকে সেই সময়ের এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী সেই সময়ের জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করে তিনটি হত্যা মামলা করা হয়।
মামলার অন্যতম আসামি জান্নাত আরা হেনরী ও শামীম তালুকদার লাবুকে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার জেলার বর্ষীজোড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব। ২ অক্টোবর তাদের সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, হেনরী ও লাবুর নামে তিনটি হত্যা মামলা রয়েছে। একটি মামলায় সাতদিনের রিমান্ড শেষে কারাগারে তাদের পাঠানো হয়েছে। বাকি মামলাগুলোতেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।