মুহাম্মদ কিফায়তুল্লাহ,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফ হৃীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া ০৫নং ওয়ার্ডের অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য আলা উদ্দিনকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। যাহা টেকনাফ মডেল থানার মামলা নং-৬৪/৫১৭,তাং-২৯/০৯/২০২৪ইং, ধারা-৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড।
গত ২৫/০৯/২০২৪ ইং তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিম হলেন হৃীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া ০৫নং ওয়ার্ডের আবদু সালাম ও মাতা রশিদা বেগমের ছেলে মোহাম্মদ আতিকুর রহমান (২১) কে টেকনাফ থানাধীন ২নং হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হতে অজ্ঞাতনামা আসামীরা অপহরন করিয়া নিয়ে যায়। পরবর্তীতে ২৬/০৯/২০২৪ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.১৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামীরা তাহাদের ব্যবহৃত মোবাইল নম্বর হইতে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করিয়া মুক্তিপণ বাবদ ৫০,০০,০০০/- টাকা দাবী করে। উক্ত মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে হত্যা করিবে বলিয়া উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করিলে টেকনাফ মডেল থানার মামলা নং-৬৪/৫১৭, তাং-২৯/০৯/২০২৪ইং, ধারা-৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
উক্ত মামলা রুজু হওয়ার পর জনাব মুহাম্মদ রহমত উল্লাহ, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশ মোতাবেক তদন্তকারী কর্মকর্তা ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০৪/১০/২০২৪ ইং তারিখ টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গিখালী এলাকা হইতে উক্ত অপহরণ চক্রের সক্রিয় সদস্য রঙ্গিখালী ৭নং ওয়ার্ডের আব্দুল মাবুদ, মাতা-রমিদা খাতুনের ছেলে আলা উদ্দিন (২৪)কে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।