এতকিছুর পরেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন সালাউদ্দিন। তবে আজ নির্বাচন না করার কথা জানিয়েছেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘আমি শেষ ১৬ বছর বাফুফের সভাপতি ছিলাম। এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আপনাদের সঙ্গে আমি ১৬ বছর কাজ করেছি। অনেক কিছুই হয়েছে। আমি কিছু মনে রাখছি না। আপনারাও মনে কিছু রাখবেন না আশা করি। আমি আগামী নির্বাচনে অংশ নেবো না। আগামীতে যারা বাফুফে পরিচালনা করবেন তারা আরও ভালো করবেন, ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই আমার প্রত্যাশা। ‘সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিদায়বেলায় এটা সুখস্মৃতি হয়ে থাকবে বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন , ‘সাফ অনূর্ধ্ব-২০ এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। শেষ এই ভালো স্মৃতি নিয়ে আমি বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা। ‘