ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ভারতবিরোধী জনতাকে উসকে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই তালিকায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুমের নাম ছিল।
বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন প্রতিরোধ জুলাই মাসে শুরু হয়। পুরো দেশে তা ছড়িয়ে পড়ে, এতে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং ৫ আগস্ট তিনি ভারতে পালিয়ে যান।