হেবরনের দক্ষিণে তারকিমিয়া চেক পয়েন্টের কাছে হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী টানা পঞ্চম দিনে জেনিনে নির্বিচারে হামলা চালিয়ে কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনিকে হত্যা করার সময় রোববার পাল্টা প্রতিরোধে গুলি চালানো হয়েছিল। সে সময় এই তিন ইসরায়েলি নিরাপত্তারক্ষী নিহত হন।
ইসরায়েলি আর্মি জানিয়েছে, তারা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। মারিভ নামের পত্রিকায় বলা হয়েছে, নিহত তিনজন পুলিশের সদস্য। তারা হেবরন স্টেশনে দায়িত্বে ছিলেন। সেইসময় তাদের ওপর হামলা হয়েছে।
ইসরায়েল ৭ অক্টোবর গাজায় আগ্রাসন চালানোর পর থেকে পশ্চিম তীরে অভিযান জোরদার করায় ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর গত ১১ মাসে গাজায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।