ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরেও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে ইসরায়েলি সেনাদের অবরোধের মুখে বাসিন্দারা খাবার ও পানিসংকটে পড়েছেন। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও।অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের এই অভিযানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে ৪০ হাজার ৬৯১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৪ হাজার ৬০ জন।