সেপ্টেম্বরে ঢাকা সফরে আসছেন ভলকার টুর্ক

সেপ্টেম্বরে ঢাকা সফরে আসছেন ভলকার টুর্ক
বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ভলকার টুর্ক একাধিক বিবৃতি দিয়ে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে। ভলকার টুর্কের সফরে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় জাতিসংঘের তদন্ত সহায়তা নিয়ে আলোচনা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের তিন সদ‌স্যের প্রাথমিক কারিগরি দল বর্তমানে ঢাকা সফ‌রে র‌য়ে‌ছে।জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের প্রতি‌নি‌ধি দল‌টির নেতৃত্বে দি‌চ্ছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::