বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত চী‌নের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন ব‌লেছেন, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন।  বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা এম তৌ‌হিদ হো‌সেনের সৌজন্য সাক্ষাৎ শে‌ষে এ কথা ব‌লেন চী‌নের রাষ্ট্রদূত।চীনা রাষ্ট্রদূত ব‌লেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে চীন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নেবে।ইয়াও ও‌য়েন ব‌লেন, আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এসেছে। চীন সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে রক্ষায় গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন।চীনা রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপন হবে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining