ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়নি: মন্ত্রণালয়

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়নি: মন্ত্রণালয়
নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।শনিবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বার্তায় সন্ধ্যা ছয়টার দিকে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাই এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশ করা থেকে বিরত থাকতে আইন মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।এর আগে দুপুরে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টমুখী লং মার্চ করেন শিক্ষার্থীরা।বিকেল ৩টার দিকে সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, প্রধান বিচারপতি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেটি প্রধান উপদেষ্টার মতামত নেওয়ার পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::