রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত

রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত
নিউজ ডেস্ক : নরসিংদীর রায়পুরা উপজেলার সব পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।তাতে বলা হয়েছে, নির্বাচনের আগে একজন বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হওয়ায় সব পদে নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।জানা গেছে, নির্বাচনী প্রচার চালানোর সময় সুমন মিয়া নামে ওই প্রার্থী অপর প্রার্থীর হামলায় নিহত হন।আইন অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সেখানে সব পদে ভোট স্থগিত ঘোষণা করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::