বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলু সিন্ডিকেটের মূল হোতা অসাধু ব্যবসায়ী চানু সাহা ও মোঃ মিলন হাওলাদারের কারনে ৩-৪ দিনের ব্যবধানে ৩৫ টাকা কেজির আলু বাজারে প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজকে বাকেরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজার পরিদর্শন করে এ তথ্য জানা যায়।
কলসকাঠী ইউনিয়নের খুচরা কাঁচামাল ব্যবসায়ী মোঃ দরবেশ হাওলাদার,তপন পাল ও রিপন গাজীর সাথে কথা বলে জানা যায় তারা ৪৩ টাকা কেজি দরে চানু সাহা ও মিলনের কাছ থেকে আলু ক্রয় করে থাকে। এ ব্যাপারে দৈনিক সমাচারকে চানু সাহাকে ফোন দিলে তিনি ৪০.৫০ টাকা কেজিতে খুচরা ব্যবসায়ীদের কাছে আলু বিক্রি করে বলে জানান কিন্তু খুচরা ব্যবসায়ীদের কাছে মেমোতে দেখা যায় তিনি ৪৩ টাকা দরে আলু তাদের কাছে বিক্রি করছেন। চানু সাহা কত টাকা দরে আলু ক্রয় করে আনেন এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি কোনও সদুত্তর দিতে পারেনি। সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় গত সপ্তাহেও ৩৫ টাকা কেজি দরে তারা আলু ক্রয় করেছেন এমনকি গত পরশুও ৪০ টাকা কেজি দরে আলু ক্রয় করেছেন কিন্তু সেটা আজকে বাজারে একলাফে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সাথে এ ব্যাপারে মুঠোফোনে কথা বললে তিনি জানান,বাজার নিয়ন্ত্রণে ইতিমধ্যে কয়েকবার অভিযান চালিয়েছেন কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নিচ্ছেন। চানু সাহা ও মোঃ মিলন হাওলাদারের মত অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি জানান।