এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়ার সেবায় মুগ্ধ ঠিকাদারসহ মাদারীপুরবাসী 

এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়ার সেবায় মুগ্ধ ঠিকাদারসহ মাদারীপুরবাসী 
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়ার সেবায় মুগ্ধ ঠিকাদারসহ মাদারীপুরবাসী। জানা যায়, সম্প্রীতি বাদল চন্দ্র কির্ত্তনীয়া মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। যোগদান করেই প্রথমে তিনি এলজিইডির অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মিটিং করেন । মিটিংয়ে সবাইকে বলেন অতীতে এলজিইডি অফিস যেভাবে চলেছে এখন একটু আলাদা ভাবে চলবে। সবাই ঠিকাদারদের সাথে ভালো ব্যবহার করবেন । তারা অফিসে এসে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন ।স্থানীয় একাধিক ঠিকাদারের সাথে কথা হলে তারা বলেন, আমরা বিভিন্ন সময়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী অফিসে কাজকর্ম করে থাকি । এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া কোন টাকা-পয়সা ছাড়াই ধৈর্য সহকারে আমাদের সব কাজ করে দেয়। তার মতো ভালো লোক হয় না। অতীতে আমরা অনেক নির্বাহী প্রকৌশলীদের সাথে কাজ করেছি কিন্তু তার মতো এত ভালো মনের মানুষ অতীতে আমরা পাইনি । তার কোনো অহংকার নেই তিনি একজন সাদা মনের মানুষ । তার মতো একজন ভালো মনের মানুষের সাথে কাজ করতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি ।
মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাজ হল মানুষকে সেবা দেওয়া। আমি চেষ্টা করি মানুষকে সঠিক সেবা দেওয়ার জন্য। আমরা ঘরে-বাইয়ে দুজনই চাকরি করি। আমার স্ত্রী একজন ডেন্টাল ডাক্তার হিসেবে গরীব, দুঃখী অসহায় মানুষদের পাশে থেকে সার্বক্ষণিক সেবা দিয়ে থাকে। আমরা সরকার থেকে যে বেতন পাই তা দিয়ে আমাদের ভালোভাবে চলে যায়। আমাদের কোনো লোভ-লালসা নেই। মানুষ আমাদের ভালো বাসে এটাই আমাদের কাছে বড় পাওয়া ।

Leave a reply

Minimum length: 20 characters ::