প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ রবিউল ফকির (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প।মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে উত্তর পার্শ্বের বস্তিতে রবিউলের মদ তৈরির কারখানা হতে তাকে গ্রেফতার করে র্যাব।গ্রেফতারকৃত মোঃ রবিউল ফকির রাজৈর উপজেলার তাতীকান্দা গ্রামের মৃত শুকুর আলী ফকিরের ছেলে।বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আহনাফ এ তথ্য জানান।তিনি জানান, গ্রেফতারকৃত মোঃ রবিউল ফকির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন থেকে ঐ এলাকায় ভাড়া বাসায় থেকে মদ তৈরি ও বিক্রি করে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ৬ লিটার দেশীয় মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জমাদি এবং মদ প্রস্তুতের বিপুল সংখ্যক কাঁচামাল সহ রবিউলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে এলিট ফোর্সের চলমান সাড়াশি অভিযানের অংশ হিসেবে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোম্পানী কমান্ডার মেজর আহনাফ।