বাকেরগঞ্জ থানা পুলিশ কর্তৃক  সাজা প্রাপ্ত ০৪ জন আসামি গ্রেফতার। 

বাকেরগঞ্জ থানা পুলিশ কর্তৃক  সাজা প্রাপ্ত ০৪ জন আসামি গ্রেফতার। 
সুরুজ তালুকদার :
বাকেরগঞ্জ থানা পুলিশ কর্তৃক  আজ ৫ তারিখ ঢাকা, সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক পৃথক ০৩টি মামলায় মোট ০২ বছর ০৬ মাসের সাজা প্রাপ্ত আসামী মোঃ কামাল দেওয়ান, পিতা-মৃত পঞ্চম আলী দেওয়ান, সাং-ফরিদপুর, কাকরধা, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালকে ১। সাজা সিআর-৫১৬/২০২০ (সদর) ০১ বছরের সাজা, ২। সাজা সিআর-৪৬৩/২১(বাকেরগঞ্জ) ০১ বছরের সাজা, ৩। সাজা সিআর-১৯২/২২ (বাকেরগঞ্জ), ০৬ মাসের সাজা, ৪। জিআর-৫৬৩/২১ (বাকেরগঞ্জ), ৫। সিআর-১৯২/২২(বাকেরগঞ্জ) মোট ০৬টি গ্রেফতারী পরোয়ানা মূলে বাকেরগঞ্জ থানায় কর্মরত ১। এসআই(নিঃ) সুশান্ত কুমার, ২। পলাশ চন্দ্র দে গ্রেফতার করেন।
নারায়নগঞ্জ বন্দর থানা এলাকা হইতে ০৩ বছরের সাজা প্রাপ্ত আসামী আল আমিন হাওলাদার, পিতা-মৃত মোজাফ্ফর হাওলাদার, সাং-খাশ মহেশপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালকে ১। সাজা জিআর-১৪৬/০৫ (বাকেরগঞ্জ), ২। জিআর-৬৪/১০ (বাকেরগঞ্জ), ০২টি গ্রেফতারী পরোয়ানা মূলে এবং ০৭ বছরের সাজা প্রাপ্ত আসামী সহিদুল ইসলাম, পিতা-হাকিম আলী খা, সাং-বিরংগল, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল ১। সেসন-৮৪/০৭ গ্রেফতারী পরোয়ানা মূলে বাকেরগঞ্জ থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ ফোরকান মিয়া গ্রেফতার করেন।
নারায়নগঞ্জ সিদ্দিরগঞ্জ থানা এলাকা হইতে ০২ বছর ০৩ মাসের সাজা প্রাপ্ত আসামী মোঃ আবুল বাশার, পিতা- নুর মোহাম্মদ, সাং- দাড়িয়াল, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশালকে ১। সআর ১৬৮/১৯ (বাকেরগঞ্জ), ২। পারিবারিক ডিক্রীজারী-৩/২০২১, ০২টি গ্রেফতারী পরোয়ানা মূলে সরশী পুলিশ তদন্তকেন্দ্র, বাকেরগঞ্জ, বরিশালে কর্মরত এএসআই(নিঃ) মোঃ মামুন খান, এএসআই(নিঃ) মোঃ হাসান আহম্মেদ গ্রেফতার করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::