জাতীয় সৃতিসৌধে রঙবেরঙের ফুলের খুনসুটি

জাতীয় সৃতিসৌধে রঙবেরঙের ফুলের খুনসুটি
ছবিঃ গোলাম সাব্বির আহমেদ

গোলাম সাব্বির আহমেদ: শীতের সকালের কুয়াশা ভেদ করে এক চিলতে রোদ উকি দিয়েছে শহরে, একইসাথে রঙবেরঙের ফুলগুলো ফুটে উঠেছে তার মুগ্ধতা ছড়িয়ে দিতে। ঢাকার সাভারে অবস্থিত জাতীয় সৃতিসৌধের প্রতিদিনের চিত্র এটি। স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী যুদ্ধে নিহত হওয়া শহীদদের স্মৃতিতে তৈরি এই সৃতিস্তম্ভে শহীদদের রক্ত যেনো ফুল হয়ে ফুটেছে আর তারই মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। বিভিন্ন ধরনের গাঁদা ফুল,ডালিয়া এবং মোরগফুলসহ নানা প্রজাতীর ফুলগাছ রয়েছে জাতীয় সৃতিসৌধে। শীতের সকালের স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলতে অপরূপ সাজে সজ্জিত হয়ে আছে ফুলগুলো এবং তারই সৌরভ ছড়িয়ে পড়েছে চারিদিকে।

Leave a reply

Minimum length: 20 characters ::