ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র যৌথ আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার ২৩ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম আগ্রাবাদ ওয়ার্ড ট্রেড সেন্টার চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিস’র বঙ্গবন্ধু হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকশন মনিটরিং ফোরাম’র চেয়ারম্যান অধ্যাপক মো: আবেদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. মোঃ আবুল হাশেম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি লায়ন এম জাফর উল্লাহ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্ক চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, আলহাজ্ব আবদুল মান্নান, ইউসুফ খান, আজিমুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি এস.এম. আজিজ, সার্ক উত্তর জেলার সভাপতি আরফান উল্লাহ চৌধুরী আপেল, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, সার্ক ফেনী জেলার সভাপতি সাংবাদিক শহিদ উল্লাহ ভূঁইয়া, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক লায়ন মো: আবু নাসের রনিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওতাভুক্ত বিভিন্ন সংগঠনের ২ শতাধিকের বেশি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচন চলাকালীন সময়ে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেয়া হয় এবং শেষে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।