চতুর্থ দিনে প্রার্থীতা ফিরে পেতে আরও ৯৩ জনের আফিল ইসিতে

চতুর্থ দিনে প্রার্থীতা ফিরে পেতে আরও ৯৩ জনের আফিল ইসিতে

সমাচার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে চতুর্থ দিনে ৯৩ জন আপিল করেছেন। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে প্রার্থিতা বাতিলের পক্ষে-বিপক্ষে ৪৩১ জন আপিল করেছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ইসি সূত্রে জানা যায়, এদিন কতজন আপিল করেছেন। প্রথম দিনে ইসিতে আপিল করা হয় ৪২টি। দ্বিতীয় দিনে ১৪১, তৃতীয় দিনে ১৫৫ এবং আজ শুক্রবার চতুর্থ দিনে ৯৩ জন আপিল করেছেন।

এদিকে, আজ কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে আবেদন করেছেন নাসিরুল ইসলাম আওলাদ। তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থী। কাল শেষে হবে আপিল দায়ের কার্যক্রম। এরপর নির্বাচন কমিশন বসে আপিল শুনানি করে সিদ্ধান্ত দেবে।

Leave a reply

Minimum length: 20 characters ::