নিউজ ডেস্ক : কোনো দূতাবাস চাইলে সার্ভিস চার্জ দিয়ে রোড প্রটেকশন নিতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।বুধবার (১৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি উথানের সময় চারটি দূতাবাসকে বিশেষ রোড প্রটেকশন দেওয়া হয় যেন তারা কোনো রকম অসুবিধায় না পড়ে। এখন সেই পরিস্থিতি নেই। তাই রোড প্রটেকশন তুলে নেওয়া হয়েছে। তারপরও কোনো রাষ্ট্রদূত যদি মনে করেন, তাদের রোড প্রটেকশন প্রয়োজন, তাহলে আনসার গার্ড প্রটেকশন রেজিমেন্ট তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে। দূতাবাস রোড প্রটেকশন নিতে চাইলে সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে।এখন পর্যন্ত কোনো দূতাবাস আবেদন করেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, মাত্র আমরা এই সিদ্ধান্ত তাদের জানিয়েছি, তাদের প্রয়োজন হলে আমাদের জানাবে। প্রতিটি দূতাবাসে তাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রটেকশন রয়েছে। যে চারটি দূতাবাসের কথা বলা হয়েছে তাদের গানম্যানও রয়েছে। শুধুমাত্র সড়কের প্রটেকশনটা তুলে নেওয়া হয়েছে। মন্ত্রীদের প্রটেকশনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সড়কে মন্ত্রীদের প্রটেকশন কমাব না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যে গার্ড রেজিমেন্ট তৈরি করেছি, সবাইকে সেই গার্ড রেজিমেন্টের সিকিউরিটিতে নিয়ে আসব। পর্যায়ক্রমে মন্ত্রী ও ভিআইপিদের আনসার গার্ড রেজিমেন্ট দেব।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।