অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাড়িতে টিন ও নগদ টাকা নিয়ে হাজির হলেন মাদারীপুরের নবাগত ডিসি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাড়িতে টিন ও নগদ টাকা নিয়ে হাজির হলেন মাদারীপুরের নবাগত ডিসি
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাড়িতে টিন ও নগদ টাকা নিয়ে হাজির হলেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের  যাদুয়ারচর গ্রামের শিকদার বাড়িতে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হাতে  আট বান টিন ও নগদ ২৪ হাজার টাকা  তুলে দেন। এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর ইট দিয়ে পাকা করে দেওয়ার আশ্বাস দেন। এসময় পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার কাজী লিয়াকত হোসেন, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, উপ-সহকারী প্রকৌশলী আবু সাইদ, উত্তর বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন হায়দার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যার আগে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের শিকদার বাড়িতে জলিল শিকদারের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। নিমেশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

জোরপূর্বক পদত্যাগের পর স্ট্রোকে মারা গেলেন হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ