সাতক্ষীরার তালায় রাস্তা তৈরিতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

সাতক্ষীরার তালায় রাস্তা তৈরিতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় হাজরাকাঠি প্রাইমারী স্কুল থেকে নুরুল্লাপুর, ফতেপুর সড়ক নির্মাণে নিম্ন মানের বালু ও ৩ নং ইট ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কাজ বন্ধ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।শুক্রবার (৭ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দেন। এর আগে খলিল নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু কাজটি বন্ধ করে দেয়। কিন্তু ঠিকাদার কোনো কিছু তোয়াক্কা না করে নিম্ন মানের বালু ও ৩ নং ইট ব্যবহার করে সড়ক নির্মাণের কাজ করতে থাকে। জনগণের কথা চিন্তা করে চেয়ারম্যান গত বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (পিডি) বরাবর লিখিত আবেদন করেন। শুক্রবার সকালে তালা উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে সতত্যা যাচাই করে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেয়।ঠিকাদারী প্রতিষ্ঠান ভাই ভাই বালুর স্বর্তাধিকারী মো. ডালিম সরদার বলেন, আমার প্রতিষ্ঠানের কাজ হলেও আমি কাজটি করছি না। পাশের কনক ঘোষ নামে এক ঠিকাদারের কাছে কাজটি বিক্রি করে দিয়েছি তিনি করছে। তার সাথে কথা বলেন।এ বিষয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে রাস্তা নির্মাণে অনিময়ের সংবাদ৷ আমার কানে আসলে আমি তাৎক্ষনিক প্রকল্পটির কাজ বন্ধ করে দেয়। কিন্তু আমি দাপ্তরিক কাজে ঢাকায় থাকায় ঠিকাদার আবার কাজ শুরু করে। এলাকাবাসীর কথা চিন্তা করে আমি গতকাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করলে উপজেলা প্রকৌশলী, তালা মহোদয় সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেন।তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, হেরিংবোন রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে। এ রাস্তা নির্মাণ করতে ৫২ লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি করছিলো “ভাই ভাই বালু ট্রেডাস” কিন্তু নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মান নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি