নিউজ ডেস্ক : চলতি মৌসুমে হজের সেবার খরচ সৌদি সরকার কমানোর বাংলাদেশের হজযাত্রীদের জন্য খরচ কমেছে ১১ হাজার ৭২৫ টাকা।একইসঙ্গে হজ নিবন্ধনের সময় আগামী ২৭ মার্চ পর্যন্ত বেড়েছে, আগে ছিল ২১ মার্চ পর্যন্ত।বুধবার (২২ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয়ের হজ শাখা থেকে জানানো হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার চারটি (এ, বি, সি, ডি) ক্যাটাগরির সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক কমানোয় নিবন্ধিত সম্মানিত হজযাত্রীরা অর্থ ফেরত পাবেন।সরকারি ব্যবস্থাপনায় যারা ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন, তাদের কমানো প্যাকেজ মূল্যের অর্থ আশকোনার হজ অফিস থেকে খাবারের মূল্য ফেরত দেওয়ার সময় একসঙ্গে দেওয়া করা হবে। এক্ষেত্রে হজযাত্রীরা খাবারের মূল্য বাবদ ৩৫ হাজার টাকা এবং ১১ হাজার ৭২৫ হাজার টাকাসহ মোট ৪৬ হাজার ৬২৫ টাকা ফেরত পাবেন।
সরকারি ব্যবস্থাপনার ন্যায় বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের জনপ্রতি ১১ হাজার ৭২৫ টাকা নিবন্ধনকারী হজ এজেন্সিকে হজযাত্রীদের ফেরত দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।