আশিকুর রহমান : নরসিংদীর বেলাব উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তথ্যটি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোহাম্মদ আবুল বাসার (পিপিএম,বার)।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসিমপুর গ্রামের আঃ রহমান খন্দকারের ছেলে আল-আমিন খন্দকার (৩২), মনোহরদী উপজেলার চালাকচর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে নজরুল (৩০), বেলাব উপজেলার মরিচাকান্দি গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে সুমন (৪০), ও তার ভাই মেহেদী হাসান কাওসার (২৫), একই উপজেলার চর আমলাবো পশ্চিম পাড়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪০) এবং শিবপুর উপজেলার গাংপাড় গ্রামের রওশন আলী ওরফে রতন মিয়ার ছেলে সোহরাব হোসেন (৩৮)।ডিবির ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, ঈদকে সামনে রেখে অপরাধী সক্রিয় হয়ে উঠেছে। জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই রোধ করতে চোর-ডাকাত, অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মাদক নির্মূল করতে কঠোর নির্দেশ দিয়েছেন। তাই জেলা গোয়েন্দা পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কবির উদ্দিন, ও সাদেকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার নারায়ণপুরের নামাবাজার শ্মশানঘাট ব্রীজে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে ১টি তালা কাটার যন্ত্র (কাটার), ৩টি চাপাতি, ১টি রামদা ও ১টি ছুরাসহ গ্রেপ্তার করেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেন যে, উদ্ধারকৃত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তারা বেলাব ও আশপাশ এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিলো। গ্রেপ্তারকৃত আসামীরদের বিরুদ্ধে নরসিংদী সহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেলাব থানায় মামলা দায়ের করা হয়।