নিউজ ডেস্ক : রাজধানীর বনানী ক্লাব থেকে বিএনপির ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে রাষ্ট্রবিরোধী বৈঠক করছিলেন তারা।সোমবার (২০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।র আগে রোববার (১৯ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়।ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাত আনুমানিক ১টার দিকে বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য বনানী ক্লাবে গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে বনানী ক্লাবে অভিযান চালিয়ে দলটির ৫৪ নেতাকর্মীকে আটক করা হয়।
এছাড়া আজ বেলা ১১টার দিকে বনানী থানার ডিউটি অফিসার সিদ্দিক আহমেদ জানান, ৫৪ জনের নামেই মামলা হয়েছে।
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।