চলে গেলেন এবিএম মূসার স্ত্রী

চলে গেলেন এবিএম মূসার স্ত্রী
নিউজ ডেস্ক : দেশের প্রখ্যাত সাংবাদিক এ বি এম মূসার স্ত্রী সেতারা মূসা আর নেই। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এদিন বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।তিনি জানান, মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৪টায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানী আনোয়ার খান মডার্ন হসপিটালে ইন্তেকাল করেছেন সেতারা মূসা। তার বয়স হয়েছিল ৮৩ বছর।সেতারা মূসা এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমার কন্যা সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা জানিয়েছেন, আজ বাদ এশা রাজধানীর মোহম্মদপুরের ইকবাল রোড মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার বাদ জোহর ফেনী জেলার ফুলগাজী উপজেলার কুতুবপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে স্বামী এবিএম মূসার কবরের পাশে দাফন করা হবে।সেতারা মূসা দেশের পথিকৃত সাংবাদিক আবদুস সালামের বড় মেয়ে। কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি