বরিশাল: বরিশালের উজিরপুরে পানির ট্যাংকির নিচে চাপা পড়ে মো. মার্শাল মৃধা (৪৮) নামে এক ডিস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বড়াকোটা ইউনিয়নের নারকৈলি গ্রামে এ ঘটনা ঘটেছে।মৃত মো. মার্শাল মৃধা (৪৮) নারিকেলি গ্রামের মৃত শাজাহান মৃধার ছেলে।বরাকোঠা ইউপির সদস্য মিজানুর রহমান খান মহব্বত বলেন, মার্শালের টিনসেট ঘরের দুইটি আড়ার উপর এক হাজার লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংকি রয়েছে। মাগরিবের আযানের পূর্ব মুহুর্তে ট্যাংকিতে পানি তুলতে মোটর চালু করে। পরে একটি কাঠের মই দিয়ে কতটুকু পানি উঠেছে দেখতে উঠে সে। এ সময় মইয়ের একটি পায়া ভেঙ্গে যায়। তখন আড়া ধরে নিজেকে রক্ষার চেষ্টা করতে গেলে পানির ট্যাংকির নিচে চাপা পড়ে মার্শাল।ইউপি সদস্য মহব্বত বলেন, মার্শালের স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে উদ্ধার করে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়েছে। তাদের ঘরে কোনো সন্তান নেই।উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান বলেন, ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।