মিয়ানমারে জরুরি অবস্থার সময় আরও ৬ মাস বাড়ালো জান্তা

মিয়ানমারে জরুরি অবস্থার সময় আরও ৬ মাস বাড়ালো জান্তা
আন্তর্জাতিক ডেস্ক : য়ানমারের সামরিক জান্তা সরকার দেশটিতে জারি থাকা জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে। অভ্যুত্থানে ক্ষমতা দখলের দুইবছর পূর্তিতে জান্তা এই সময় বাড়াল।বুধবার (১ ফেব্রুয়ারি) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়।২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা। ক্ষমতা দখল করে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী।কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, জান্তার এই উদ্যোগের ফলে দেশটির সাধারণ নির্বাচনের সময়সীমা পেছাতে পারে। সেনাবাহিনী চলতি বছরের আগস্টে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছে।মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভির খবরে বলা হয়েছে, মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল মিং অং হ্লেইংয়ের অনুরোধে দেশের জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে।২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। এতে শত শত মানুষ নিহত হোন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি

এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়ার সেবায় মুগ্ধ ঠিকাদারসহ মাদারীপুরবাসী