আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন অভিযানের নেতৃত্বে থাকা রাশিয়ার শীর্ষ কমান্ডার সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিযুক্তির মাত্র তিন মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো।সুরোভিকিনের জায়গায় নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। তিনিই এখন পুতিনের বিশেষ অভিযানের নেতৃত্ব দেবেন। পূর্ব ইউক্রেনে একের পর এক পরাজয়ের পর রুশ বাহিনি যখন সেখানো আক্রমণ চালানো হচ্ছে বলে ঘোষণা দিল, ঠিক সেই সময়েই অভিযানের নেতৃত্বে পরিবর্তন আনলেন পুতিন। গেল বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া।জেনারেল গেরাসিমভ তার পদে রয়েছেন ২০১২ সাল থেকে। সোভিয়েত পরবর্তী যুগে রাশিয়ায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করলেন।নৃশংশ কৌশলের জন্য জেনারেল আরমাগেডন নামে পরিচিত সুরোভিকিন এখন থেকে তার ডেপুটি হিসেবে কাজ করবেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।