মাদারীপুর ও শিবচরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই

মাদারীপুর ও শিবচরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই
 মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ‘পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এ নতুন বই তুলে দেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।  নতুন পেয়ে খুশি শিক্ষার্থীরা। এতে সন্তোষ জানান অভিভাবকরা।মাদারীপুরের ৫টি উপজেলায় ৯৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ ৫০ হাজার ১শ’ ১৯ জন শিক্ষার্থী রয়েছে। প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীর জন্য শতভাগ ২৭ হাজার ৪শ’ ৪টি বই বিতরণ করা হয়েছে। আর প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ৭ লাখ ১৬ হাজার ৮শ’ ৪৭টি বই চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৩ লাখ ৭৩ হাজার ১শ’ ৫০টি বই। যা চাহিদার তুলনায় ৪৮ ভাগ কম। এদিকে জেলা শিক্ষা কর্মকর্তার জানিয়েছেন কাগজ সংকটে বই ছাপাতে দেরি হলেও আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে।‘পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা জান্নাত বলে, নতুন বই পেয়ে খুব খুশি লাগছে। মজাই আলাদা।মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, এক সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। মূলত কাগজ সংকটে ছাপাতে দেরি হয়েছিল। সবধরনের বই এরইমধ্যে ছাপানোর কাজ শেষ হয়েছে। মন্ত্রনালয়ে কথা বলা হয়েছে। শিগগিরই বই জেলা ও উপজেলায় চলে আসবে।মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, নতুন বছরে নতুন বই পাওয়া মানে শিক্ষার্থীদের পড়ালেখার মান বেড়ে যাওয়া। সরকারের বছরের প্রথম দিনে এই বিতরণ বড় চ্যালেন্স। যা কয়েক বছর ধরে হয়ে আসছে।অপরদিকে আনন্দমুখর পরিবেশে  শিবচরে পালিত হয়েছে বিনামূল্যে পাঠ্যপুস্তক  বই বিতরণ উৎসব। রবিবার সকালে শিবচর উপজেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বই উৎসব অনুষ্ঠিত হয়। বছরে প্রথম দিনে বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুশিতে আনন্দে উল্লাসে মেতে উঠে। রবিবার  সকাল  দশটায় শিবচরের ঐতিহ্যেবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক  বই বিতরণ উৎসব উদ্বোধন করেন শিবচর উপজেলা পরিষদের  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিবুল ইসলাম।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, সহ-অধিনায়ক তাসকিন