আন্তর্জাতিক ডেস্ক : আবারও জাপান সাগরে স্বল্প পাল্লার তিনটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শনিবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যমটি এ খবর জানায়।শনিবার সকাল ৮টার একটু পর প্রথম মিসাইলটি নিক্ষেপ করা হয়। এরপর ৮টা ১৪ মিনিটের দিকে একটি এবং এর এক মিনিট পর আরেকটি মিসাইল নিক্ষেপ করা হয়।এরমধ্য দিয়ে বছরের শেষ দিনও মিসাইলের পরীক্ষা চালিয়ে ওই অঞ্চলে উত্তেজনা অব্যাহত রাখল কিম জং উনের দেশ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।