কূটনীতিকরা শিষ্টাচার মেনে চলবেন বলে প্রত্যাশা ড. মোমেনের

কূটনীতিকরা শিষ্টাচার মেনে চলবেন বলে প্রত্যাশা ড. মোমেনের
 নিউজ ডেস্ক :  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কূটনীতিকরা যথেষ্ট ম্যাচিউর। আশা করি, তারা কূটনৈতিক শিষ্টাচার মেনে চলবেন।মঙ্গলবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর ঢাকা সফর সামনে রেখে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  এ সময় নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের তৎপরতা নিয়ে মন্তব্য জানতে চাইলে ড. মোমেন বলেন, কূটনীতিকরা যথেষ্ট ম্যাচিউর। আশা করি, তারা কূটনৈতিক শিষ্টাচার মেনে চলবেন।তিনি আরও বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, তখন তারা আমার দেশের বিষয়ে জিজ্ঞাসা করতেন। তবে পরে আমি যখন কূটনীতিক ছিলাম, তখন তারা আমাকে আর দেশের কোনো বিষয়ে জিজ্ঞাসা করেনি। আপনারা কূটনীতিকদের কাছে কেন ধর্না দেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন