নিউজ ডেস্ক : ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় নিখোঁজের ৪ দিন পর হাফিজুর রহমান হাফিজ (৪০) নামে এক কৃষকের পুঁতে রাখা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রিশখালী গ্রামের চরের মাঠের বিল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।হাফিজুর রহমান ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে ও ৪ নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার আলীর ভাতিজা।সাবদার আলী জানান, গত ৫ অক্টোবর রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি হাফিজুর। এরপর থেকে নিখোঁজ ছিল সে। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে গত ৭ অক্টোবর তার ভাই জাফিরুল ইসলাম হরিনাকুন্ডু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।তিনি বলেন, রোববার দুপুরে গ্রামের লোকজন ওই বিলে মাছ ধরতে যায়। সে সময় তারা সেখানে হাফিজুরের ব্যবহারিত একটি বাটন মোবাইল ফোন পান। পরে নিখোঁজের পরিবারকে জানালে তারা মোবাইল ফোনটি হাফিজুরের বলে শনাক্ত করেন। এরপর সাবেক চেয়ারম্যান সাব্দার আলী গ্রামের ৫০/৬০ জনকে নিয়ে ওই বিলে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় পুঁতে রাখা হাফিজুর রহমানের পা দেখতে পান। পরে পুলিশে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে এসে পলিথিনে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।নিহতের ঘাড়ে ও পিঠে কোপের চিহ্ন আছে বলে জানান সাব্দার আলী। বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাই বিলের মাঠে হাফিজুরের মরদেহ পুঁতে রাখা আছে। সেই খবর পেয়ে সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে হরিনাকুন্ডু থানায় আনা হয়েছে।