উত্তরায় হোটেল থেকে ব্রিটেনের নাগরিকের মরদেহ উদ্ধার

উত্তরায় হোটেল থেকে ব্রিটেনের নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরা-৪ নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডুগাল্ড ফিনলাসন (৬০)। আজ বৃহস্পতিবার সকালে ১১ নম্বর সড়কের হোটেল মেরিনোতে তার লাশ পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ ব্যাপারে জানা যাবে।উত্তরা পূর্ব থানার এসআই মামুনুর রহমান জানান, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন ফিনলাসন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে সকালে হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলে ওঠেন। বুধবার রাতে তিনি খাওয়াদাওয়া করেছেন। সকালে তার এক বন্ধু এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে তারা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখেন বাথরুমের ভেতরে মৃত অবস্থায় পড়ে আছেন তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন