৩ অক্টোবরের পর করোনার প্রথম ডোজ আর নয়

৩ অক্টোবরের পর করোনার প্রথম ডোজ আর নয়

নিউজ ডেস্ক :   ৩ অক্টোবরের পর করোনার প্রথম ডোজ টিকা আর দেওয়া হবে না এবং দ্বিতীয় ডোজ দেওয়া কঠিন হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল র‌্যাডিসনে ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড ১৯ কার্যক্রম জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা, আহমেদুল কবির,স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল প্রমুখ।  স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার আগামী ১১ অক্টোবর থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানান।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি