আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের একটি রেলস্টেশনে রকেট হামলায় ২২ জন নিহত হয়েছে। বুধবার ( ২৪ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমনটি জানান।ভাষণে জেলেনস্কি বলেন, চ্যাপলিন শহরে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সেখানে ২২ জন মারা গেছে। ১১ বছর বয়সী এক কিশোর রয়েছে যার বাড়ি রকেট দিয়ে উড়িয়ে দিয়েছে রুশ সেনারা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসে এ হামলাটি চালায় রাশিয়া। অবশ্য এ হামলা বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। ক্রেমলিনের পক্ষ থেকে কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে।