দুর্ঘটনাকবলিত প্রইভেটকার ফেলে পালালেন চালক

দুর্ঘটনাকবলিত প্রইভেটকার ফেলে পালালেন চালক

সমাচার ডেস্ক: রাজধানীর বনানীতে অতিরিক্ত গতির কারণে একটি প্রাইভেটকার দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাইভেটকারটি কয়েক বার উলটে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় চালককে খুঁজছে পুলিশ। তবে তিনি পালিয়ে যান। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বনানীতে এ দুর্ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে ট্রাফিক পুলিশের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রাইভেটকারটির গতি ছিল অতিরিক্ত। এ কারণেই চালক নিয়ন্ত্রণ করতে পারেননি। রাস্তার মাঝে সিটি করপোরেশনের গ্রিলগুলো ভেঙে গেছে প্রাইভেটকারের কারণে। এ ঘটনার পর থেকেই চালক পলাতক। রাতে বনানী পুলিশ ফাঁড়িতে প্রাইভেটকারটি নিয়ে যাওয়া হয়েছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না জানতে চাইলে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, এই মুহূর্তে এটা নিশ্চিতভাবে বলা যাবে না। চালককে পাওয়া গেলে এ ঘটনার মূল কারণ জানা যাবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি