এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
অতিরিক্ত সচিব আবদুল বারিক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে সরাসরি ৪০ লাখ লিটার সয়াবিন তেল কেনার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সুপার অয়েল রিফাইনারি লিমিটেড এর কাছ থেকে তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেল ১৭৩ দশমিক ৯৫ টাকায় কেনা হবে বলে জানান তিনি। এতে ব্যয় হবে ৭৯ কোটি ৭৮ লাখ টাকা।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি আলাদা প্রস্তাবে ৮৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ লটে প্রতি লিটার সয়াবিন তেল ১৭১ টাকায় কেনা হবে। সানাফি এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ২০ লাখ লিটার, বসুন্ধারা মাল্টিফুড প্রোডাক্ট লিমিটেড থেকে ৩৫ লাখ লিটার এবং সিনহা এডিবল অয়েল লিমিটেড থেকে ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৪৫ কোটি ৩৫ লাখ টাকা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ৩০

বাগআঁচড়া চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার যুবক